গল্প তোর_ভালোবাসার_অপেক্ষায় পর্ব ৩১
#তোর_ভালোবাসার_অপেক্ষায়
#পার্ট_৩১
#লিখনিতে_Rodela_Islam
তুলির যেই টেস্ট গুলো করার ছিলো সেগুলো হয়ে গেছে। রিপোর্ট ভালো এসেছে। বিকেলে বাড়ি নিয়ে যাবে। তুলি রেডি হয়ে বেডে বসে আছে। তমাল ডক্টর এর সাথে কথা বলে তুলির কাছে আসে।
--তমাল:: রেডি হয়ে গিসেছ....??
--তুলি:: হুমম এখানে থাকতে ভালো লাগছে না আমার তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলো আমায়।
--তমাল:: আমি সব ফর্মালিটি শেষ করে এসেছি এখন চলে যাবো আমরা।
তুলি মিষ্টি করে হেসে বেড থেকে নামতে গিয়ে পায়ে ব্যাথা পেয়ে আহঃ বলে ওঠে
--তমাল:: ( তমাল তুলিকে ধরে বলে) বেশি ব্যাথা পেয়েছিস....??
--তুলি:: না আল্প লেগেছে।
--তমাল:: তোকে নামতে বলেছি আমি। এখন ব্যাথা পেলি।
--তুলি:: ঠিক আছি আমি যেতে পারবো।
--তমাল:: চুপ আর একটাও কথা বলবি না।
তমাল তুলিকে কলে নিয়ে বেড়িয়ে পড়ে। তুলি তমালের দিকে তাকিয়ে বলে
--তুলি:: নামিয়ে দাও আমি হাটতে পারবো।
--তমাল:: তোকে চুপ করতে বলেছি।
--তুলি দুহাতে তমালের গলা জড়িয়ে বুকের সাথে মাথা রেখে চুপ চাপ তমালের হৃদস্পন্দন শুনছে। তমাল তুলিকে গাড়িতে বসিয়ে সে গিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসে।
--তমাল:: তোর কি বেশি খারাপ লাগছে....?? মাথা ব্যাথা করছে.....??
--তুলি:: বেশি না।
-তমাল তুলির মাথা নিজের কাধে রেখে বলে।
--তমাল:: চোখ বন্ধ করে রাখ ভালো লাগবে।
--তুলিও আর কোন আর কোন কথা না বলে চুপ চাপ চোখ বন্ধ করে রাখে। তমাল তুলিকে এক পলক দেখে গাড়ি স্টাট দেয়। তুলি কখন যেন ঘুমিয়ে পরে। ঘুমের ঘরে তমালের বুকে হাত রাখে। তমাল একবার তুলির হাতের দিকে তাকিয়ে মৃদু হেসে তুলির পেছন দিয়ে হাত দিয়ে তুলিকে নিজের কাছে নিয়ে আসে। খুব আসে গাড়ি চালায় যাতে তুলির ঘুমের অসুবিধা না হয়। বাড়ির সামনে এসে গাড়ি থামায়। গাড়ি থামাতেয় তুলির ঘুম ভেঙে যায়।
--তমাল:: উঠে গিয়েছিস.?
--তুলি:: হুম। বাড়ি চলে এসেছি.....?
--তমাল:: হুম তুই বস নামবি না আমি নিয়ে যাব তোকে।
তুলিও চুপ করে রেয়েছে কারণ এখানে কিছু বলেও লাভ হবে না। তমাল তুলিকে বাড়ির ভেতরে নিয়ে যায় তুলিকে দেখেয় রাহেলা বেগম মেয়ের কাছে এগিয়ে আসে
--তমাল:: মামনি আমি ওকে আগে ঘরে নিয়ে যায় তারপর তোমার যত কথা আছে সব বলো কেমন।
তমাল তুলিকে নিয়ে তুলির রুমে নিয়ে গিয়ে বিছানার সাথে হেলান দিয়ে বসিয়ে দেয়।
রাহেলা বেগম মেয়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলে
-রাহেলা বেগম:: এখন কেমন আছিস মা.....??
--তুলি:: আলহামদুলিল্লাহ ভালো আছি আম্মু। তুলি চিন্তা করো না।
-লতা বেগম :: হ্যাঁ আমরা কেন চিন্তা করবো তোর কিছু হলে তো আমাদের কষ্ট হয় না চিন্তা হয় না।
--তুলি:: চাচিআম্মু তুমি রাগ করছো কেন আমি তো এখন ভালো আছি আর তোমাদের সামনেই আছি। এখন যদি তোমরা মন খারাপ করে থাকো আমার কি ভালো লাগবে বলো।
--রুহি:: আপু আমি তোমাকে কত মিস করছিলাম যান তুমি....?
--তুলি:: তাই বুঝি...??
--রুহি:: হুম তাই।
--তুলি:: দূরে দাড়িয়ে আছিস কেন কাছে আয়। রুহি তুলির কাছে গিয়ে বসে।
--রুহি:: জানো আপু তুমি যখন হাসপাতালে ছিলে ভাইয়া তখন খুব কাদছিলো একদম বাচ্চাদের মতো করে।
তুলি তমালের দিকে তাকিয়ে বলে
--তুলি:: কেন কাঁদছিলো....??
--রুহি:: ভাইয়া তো একটা কথাই বারবার বলছিলো যে তুলির কিছু হবে না ওর কিছু হলে আমি বাঁচবো না।
তুমি তমালের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে।
--তমাল:: আম্মু আমি ফ্রেশ হতে যাচ্ছি তুমি তুলির জন্য একটু স্যুপ করে আনো। আর মামনী তুমি ওকে একটু ফ্রেশ করিয়ে দেও।তমাল নিজের ঘরে চলে যায়।
লাতা বেগম তুলির কপালে চুমু খেয়ে বলে
-লতা বেগম : তুমি রেস্ট নে আমরা আসছি বলে চলে যায়। রাহেলা বেগম মেয়েকে ফ্রেশ করিয়ে আনে লতা বেগম খাবার নিয়ে এলে তুলিকে খাইয়ে দেয়। এর মধ্যে তমাল তুলির রুমে আসে।
--রাহেলা বেগম :: তমাল তুই তুলিকে ঔষধ খাইয়ে দে আমি আসছি একটু।
--তমাল ঔষধ ভেঙে তুলিকে খাইয়ে দেয়।
--তমাল:: তুলি তুই সকালে বলছিলি না তুই যেই গাড়িটা তোকে ধাক্কা দিয়েছে ওই গাড়িটা কে চালাচ্ছিলো তুই দেখে ছিলিস বল কে ছিলো.....??
--তুলি:: আশা আপু ছিলো।
--তমাল:: ( কিছুটা চমকে উঠে বলে) কি বলসিস তুই....?
--তুলি:: আমি ঠিক বলছি আমি তাকেয় দেখেছি।
--তমাল:: ( রাগে চোখ মুখ লাল হয়ে গেছে তাও নিজেকে শান্ত করে বলে ) আচ্ছা বাদ দে এসব আমি দেখে নিবো।
--তুলি:: কি করবে তুমি...?
--তমাল:: সেটা আমি বুঝবো তোকে ভাবতে হবে না। তুই রেস্ট নে।
--তুলি:: তমাল ভাই তুমি আমাকে এতটা ভালো কবে থেকে বাসতে শুরু করেছো।
#চলবে
#ভুল_ত্রুটি_মার্জনীয়
#তোর_ভালোবাসার_অপেক্ষায়
#রোদেলা_ইসলাম
No comments