গল্প তোর_ভালোবাসার_অপেক্ষায় পর্ব ৩২
#তোর_ভালোবাসার_অপেক্ষায়
#পার্ট_৩২
#লিখনিতে_Rodela_Islam
--তুলি:: কবে থেকে এতো ভালোবাসতে শুরু করেছো আমায়...??
--তমাল:: আমি নিজেও জানি না কবে তোকে ভালোবেসে ফেলেছি। যেদিন তুই আমাকে বললি রাহাতের সাথে তোর বিয়ের কথা সেদিন মনে হচ্ছিল আমার কলিজাটা কেউ টুকরো টুকরো করে কাটছে খুব কষ্ট হচ্ছিল আমার।
--তুলি:: তার পরেও তো আমাকে বলো নি ভালোবাসো আমায়।
--তমাল:: আমি তোকে কি করে বলবো আমি নিজেও তো বুঝতে পারি নাই তোকে ভালোবাসি।
তবে রাহাতের সাথে তোকে কথা বলতে দেখলে খুব হিংসা হতো।
--তুলি:: তা আমি ঠিক বুঝতে পারতাম তাই তো তোমাকে দেখিয়ে আরো বেশি কথা বলতাম। আচ্ছা একটা কথা বলো তো যেদিন আমি ঘুরতে যাওয়ার কথা বলেছিলাম সেদিন আমি এতোক্ষণ ঘুমালাম কি করে...??
--তমাল:: আমি করে বলবো সেটা তুই ভালো যানিস।
--তুলি:: সেদিন কফির মধ্যে ঘুমের ঔষধ কে মিশিয়েছিলো সেটা কিন্তু আমি ভালো করেয় জানি। ( মুখ টিপে হেসে বলে )
--তমাল:: আমতা আমতা করে বলে কি.. কি জানিস তুই.....??
--তুলি:: ( তমালের কাছে এগিয়ে এসে বলে ) আমি যাতে রাহাতের সাথে কোথাও যেতে না পারি তাই তুমি করেছিলে কি তাই তো..??
--তমাল:: হ্যাঁ আমি ঘুমের ঔষধ মিশিয়েছিলাম কি করবো তোকে না করলে তো তুই শুনবি না আমার কথা তাই করেছি ।
--তুলি কি না বলে হাঁসতে থাকে।
--তমাল:: অনেক কথা হয়েছে এবার একটু ঘুমা দেখবি ভালো লাগবে। তমাল তুলিকে ঠিক করে শুইয়ে দিয়ে গলা পযন্ত কাথা টেনে দিয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। তুলি ঘুমিয়ে যায়।
--তমাল:: যার জন্য তোকে এতো কষ্ট পেতে হলো আমি তাকে ছাড়বো না। তার শাস্তি ওকে পেতেয় হবে। ওর সাহস হয় কি করে আমার জানপাখিকে কষ্ট দেওয়ার। ওকে শুধু হাতের কাছে পার তারপর কি অবস্থা করবো ওর এটা নিজেও জানি না।
----- ৩ দিন পরে ------
তুলি এখন মটামটি সুস্থ। একা একা হাটতে পারে তবে বেশি হাটলে পায়ে ব্যাথা করবে তাই তমাল তুলিকে ঘর থেকে বের হতে দেয় না। তুলি আস্তে আস্তে হেটে তমালের ঘরে যায় দড়জা থেকে উকি দিয়ে দেখে তমাল রেডি হচ্ছে তুলি রুমের ভেতরে যায়
--তুলি:: তমাল ভাই তুমি ভার্সিটিতে যাচ্ছ।
তমাল তুলির কন্ঠ শুনে ঘুরে তাকায়
--তমাল:: হ্যাঁ আনেক দিন যাইনি তাই আজকে যাচ্ছি। কিন্তু তুই এখানে কেন এলি কষ্ট করে আমাকে ডাকলেয় চলে যেতাম।
--তুলি:: আমার ভালো লাগছিলোনা ঘরে তাই এমাল।
--তমাল একটা চেয়ার টেনে তুলিকে বসায়
--তমাল:: কেনো কি হয়েছে শরীর বেশি খারাপ লাগছে..??
--তুলি:: আমি কি বলেছি শরীর খারাপের কথা। আমি বলেছি ও ঘরে ভালো লাগছিলো না।
--তমাল:: ওহ্ আমি ভাবলাম শরীর খারাপ করেছে।
--তুলি:: তমাল ভাই একটা কথা বলি......??
--তমাল:: হুম বল। কি বলবি...??
--তুলি:: আমিও তো অনেক দিন ভার্সিটি যাই না আর বাড়িতে ভালো লাগছে না আমাকে নিয়ে যাবে...??
--তমাল:: তোর মাথা ঠিক আছে তুই এই অসুস্থ শরীর নিয়ে ভার্সিটি যাবি....??
--তুলি:: আমি তো এখন অনেকটাই সুস্থ আছি নিয়ে চলো না।
--তমাল:: না আগে পুরো পুরি সুস্থ হবি তার পর নিয়ে যাবো এর আগে না। আর এই বিষয় একটা কথাও বলবি না।
এর মধ্যে তমালের ফোনে অভির কল আসে তমাল ফোন রিছিভ করে
--অভি:: তমাল কোথায় তুই...??
--তমাল:: বাড়িতে একটু পরে ভার্সিটিতে যাবো কেন....??
--অভি:: আশাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কাল থেকে।
--তমাল:: তো আমি কি করবো....??
--অভি:: ওকে কল করছি ফোন বন্ধ এবং ওর যেখানে যতো চেনা পরিচিত আছে সবাইকে জিজ্ঞেস করেছি কেও জানে না কোথাও উধাও হয়ে গেলো মেয়েটা....??
--তমাল:: চিন্তা করিস না ওর যেখানে থাকার সেখানেয় আছে।
--অভি:: কোথায় আছে ও তুই যানিস।
--তমাল:: তোর এতো কিছু না যানলেও হবে ওকে খোঁজা বাদ দিয়ে চুপ চাপ বসে থাক।
--অভি:: তারমানে তুই কিছু করেছিস ওর সাথে....?
--তমাল:: আমি এত কথা বলতে চাচ্ছি না পরে কথা হবে। ( বলে কল কেটে দেয় )
তুলি এতোক্ষণ তমালের কথা শুনছিলো।
--তমাল:: আমি বেরোচ্ছি তুই ঠিক মতো খাবার খেয়ে ঔষধ খেয়ে নিবি। আমি আসার সময় চকলেট নিয়ে আসবো।
তমাল তুলিকে ওর ঘরে দিয়ে এসে নিজে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পরে।
( গল্পটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে মেন আইডিতে গিয়ে লাইক কমেন্ট সেয়ার করে আসার অনুরোধ রইলো। গল্প পরতে ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ )
#চলবে
#ভুল_ত্রুটি_মার্জনীয়
#তোর_ভালোবাসার_অপেক্ষায়
#রোদেলা_ইসলাম
No comments