গল্প তোর_ভালোবাসার_অপেক্ষায় পর্ব ৩৫
#তোর_ভালোবাসার_অপেক্ষায়
#পার্ট_৩৫
#লিখনিতে_Rodela_Islam
মাঝে আর দুদিন বাকি বিয়ের। আজ মেহেদী অনুষ্ঠান। পুরো বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে। বাড়িতে গেস্টরা সব গিজগিজ করছে।
তুলি তার নিজের রুমে বেলকুনিতে দোলনায় বসে দোল খাচ্ছে আর তমালের সাথে কাটানো সুন্দর মুহূর্ত গুলোর কথা ভাবছে আর হাসছে।
--তমাল:: কি ব্যাপার ম্যাডাম একা একা হাসছেন কেনো...??
-তুলি তমালের দিকে তাকিয়ে বলে
--তুলি:: কিছু না এমনি হাসি পাচ্ছিলো। তুমি কিছু বলতে এসেছিলে কি...??
তমাল তুলির পাশে এসে বসে দোলনায় তুলির কোমর জড়িয়ে নিজের কাছে নিয়ে আসে
--তুলি:: কি করছো কি কেও চলে আসবে তো।
--তমাল:: কেও আসবে না আমি দড়জা লাগিয়ে দিয়ে এসেছি বলে তলির গালে টুক করে চুমু খায়।
--তুলি:: আহ কি করছো কি তুমি এসব...??
--তমাল:: আমি ভুল কি করছি আমি আমার হবু বউকে আদর করছি।
--তুলি:: তমালের থেকে ছাড়া পাওয়ার জন্য মোচড়া মোচড়ি করতে থাকে আর বলে ( তুমি যাও তো এখান থেকে লোকে দেখলে কি বলবে )
--তমাল:: লোকের কথায় আমি মাথা ঘামাই না। তুলিকে শক্ত করে জড়িয়ে ধরে। তুলি কোনো মতে তমালের কাছ থেকে ছুটে তমালকে টেনে ঘরের বাইরে বের করে দেয়।
--তমাল:: এখন বের করে দিচ্ছিস তো এর বদলা আমি নিয়েয় ছাড়বো। বলে হনহন করে চলে যায়।
----সন্ধায়----
তুলি আজ সবুজ রঙের একটা লেহেঙ্গা পরেছে। সাথে কাচা ফুলের গহনা। পার্লারের লোক এসে সাজিয়ে দিয়ে গেছে। সবাই তুলির রুম থেকে চলে যেতেই তমাল তুলির রুমে আসে।
তমাল তুলির দিকে তাকিয়ে হা হয়ে যায় পলক হিন তাকিয়ে আছে। তুলি তমালকে দেখে খাট থেকে নেমে তুলির সামনে এসে দাড়িয়ে বলে
--তুলি:: কেমন লাগছে আমায় মি: তামল....??
--তুলির কথায় তমালের ঘোর কেটে যায়
--তুলি:: কি হলো বলো কেমন লাগছে আমাকে...??
--তমাল:: মনে হচ্ছে আকাশ থেকে কোনো হুরপরি নেমে এসেছে। তোর কাছে পরিও হার মেনে যাবে।
--তুলি:: ইশশ এবার একটু বেশিই হয়ে যাচ্ছে। তবে তোমাকে আর কেমন দেখাচ্ছে যানো।
--তমাল:: কেমন দেখাচ্ছে....??
--তুলি:: আমার মনের রাজকুমার।
--তমাল:: তাই বুঝি। ( তুলি কোমড় জড়িয়ে ধরে কানে এনে বলে)
--তুলি:: হুম তাই।
--তমাল:: তাহলে তোর রাজকুমারকে একটু আদর করে দেতো জানপাখি।
--তুলি:: আবার আবার শুরু হলো তোমার উল্টো পাল্টা কথা।
--তমাল:: কি উল্টো পাল্টা বলেছি যা বলেছি ঠিক বলেছি দে না জান।
--তুলি:: পারবো না আমি। কি নিললজ্জো ছেলে তুমি...??
--তমাল:: হ্যাঁ আমি নিললজ্জো তবে আমার বউ এর কাছে।
এর মধ্যে রুহি সহো আরো অনেকেয় তুলির রুমে আসে ওদের দেখে তুলি তমালের কাছ থেকে দূরে যরে যায়।
কিছুক্ষণ পরে তুলিকে নিয়ে ছাদে যাই। মেহেদীর জন্য ছাদে স্টেজ সাজানো হয়েছে। সেখানে তুলিকে মাঝে বসিয়ে সবাই গোল করে বসেছে। তুলির দু হাতে মেহেদী দিয়ে দিচ্ছে। তমাল ওর বন্ধুদের সাথে কথা বলছে আর তুলিকে দেখছে আর চোখে।
মেহেদী দেওয়া হলে সবাই নাচ গান করে। তমাল তুলিও দুজনে কাপল ডান্স করে। অনুষ্ঠান শেষ হলে সবাই নিজেদের রুমে চলে যায়। সবাই চলে গেলে তুলি তমালের কাছে গিয়ে বলে
--তুলি:: ( দুহাত দেখিয়ে বলে ) কেমন হয়েছে..??
--তমাল:: খুব সুন্দর হয়েছে। মাঝে শুধু আজকের রাত এবং কালকের দিন পুরোটা তারপর তুই শুধু আমার তুই চাইলেও আমার থেকে দূরে সরে থাকতে পারবি না।
--তুলি:: সে পরে দেখা যাবে। এখন ঘরে যাও আমিও যাই।
--তমাল:: হুম যাও।
তুলি ঘরে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে আছে। কিন্তু আর চোখে ঘুম নেই তমালকে নিজের করে পাওয়ার খুশিতে ঘুমেরা ছুটি নিয়েছে।
( কেমন লাগছে গল্পটা যানাবেন। গল্পটা আর ২-৩ টা পর্ব দিয়ে শেষ করে দিবো। গল্পটা ভালোলাগলে মেন আইডিতে গিয়ে লাইক কমেন্ট সেয়ার করার অনুরোধ রইলো। গল্প পরতে হলে আইডিতে ফলো দিয়ে রাখুন।ধন্যবাদ )
#চলবে
#ভুল_ত্রুটি_মার্জনীয়
#তোর_ভালোবাসার_অপেক্ষায়
#রোদেলা_ইসলাম
No comments