গল্প তোর_ভালোবাসার_অপেক্ষায় পর্ব ৩৬ সমাপ্ত
#তোর_ভালোবাসার_অপেক্ষায়
#(অন্তিম_পর্ব)
#লিখনিতে_Rodela_Islam
-----হলুদ সন্ধা-----
তমাল রেডি হয়ে বাগানে গিয়েছে। বাগানে স্টেজ সাজানো হয়েছে হলুদের জন্য। তমাল বাগান থেকে ঘুরে এসে সোজা তুলির রুমে যায়। সেখানে সবাই বসেছিলো তুলির সাথে। তমাল সবাইকে রুম থেকে বের করে দিয়ে দড়জা বন্ধ করে দিয়েছে।
--তুলি:: কি হলো সবাইকে বের করে দিলে কেনো.?
--তমাল:: দরকার আছে তাই করেছি। কাল কি বলেছিলাম মনে আছে..??
--তুলি:: কি বলেছিলে............??
--তমাল:: বলেছিলাম না সবার আগে তোর গায়ে হলুদ আগে আমি লাগাবো। আর তুই কি বলেছিলি আমি নাকি পারবো না তাই প্রমাণ দিতে এলাম পারবো কি না।
--তুলি:: পারবে না।
--তমাল:: ঠিক আছে পারি কি এখন দেখাবো।
--তুলি:: মানে.......??
--তমাল তুলিকে ঘুরিয়ে নিজের বুকের সাথে তুলির পিঠ মিশিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে। কোমড়ের কাছের আচল সরিয়ে কমল হাতে হলুদ লাগিয়ে দিয়ে কানের কাছে ফিসফিস করে বলে
--তমাল:: কি ম্যাডাম পেরেছি কি পারি নি বলুন এবার।
তমালের কোমল স্পর্শে তুলির সর্বাঙ্গে কম্পন সৃষ্টি হয়।তুলি আবেশে দুচোখ বন্ধ করে নেয়।
--তমাল:: আমি কিন্তু আমার কথা রেখেছি আমার আগে কেও হলুদ লাগাতে পারেনি তোকে। এবার আপনি আপনার কথা রাখুন। তুলি চোখ বন্ধ রেখেয় বলে
--তুলি:: পারবো না আমি আমার লজ্জা লাগচ্ছে।
--তমাল:: এটা কিন্তু কথা ছিলোনা। আমি আমার কথা রেখেছি এবার আপনি আপনার কথা রাখুন।
--তুলি:: আমি পরবো না।
--তমাল:: ঠিক আছে। আমার পাওনা না দিলে আমি আজ তোকে ছাড়ছি না।
--তুলি:: মানে কি এসবের....?
--তমাল:: এতো কথা আমি জানি না এখন কি করবি এটা তোর ব্যাপার।
এর মধ্যে দুবার ডেকে গেছে তুলিকে। তুলি আর কোনো উপায় না পেয়ে তমালের গালে টুক করে চুমু দিয়ে দূরে সরে দাড়ায়।
-----কিছুক্ষন পরে -------
তমাল তুলিকে নিয়ে স্টেজে বসানো হয়। একে একে সাবাই হলুদ ছোয়ায়। সবাই আনন্দ ফ্রুতিতে মেতে ওঠে। হৈ হৈ করে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়।পরের দিন বিয়ের আমেজে মেতে ওঠে বাড়ি।
তুলি আজ লাল বেনারসি শাড়িতে নানান গহনা ভারি সাজে লাল টুকটুকে বউ সেজেছে আজ । যেমনটা ইচ্ছে ছিলো ঠিক ওই রকম করে সেজেছে। তামল সেরয়ানিতে তুলির মনের রাজকুমার এর মতো সেজেছে। তুলি ও তমালকে বিয়ের জায়গায় নেওয়া হয়।
মাঝে লাল ওড়না আর দুই পাশে দুজন ভালোবাসার মানুষ। তমাল ওড়ার আড়াল থেকেই তার তুলিকে দেখে নিয়েছে। তিন কবুল বলে দুটো মানুষ দুজনকে আপন করে নিয়েছে। রেসিস্টি প্রেপারে সাইন করে দুজন তাদের ভালোবাসার পূর্ণতা পেয়ে গেছে। তুলির ৩ বছরের অপেক্ষার প্রহর শেষ হলো আর কেও তমালকে তুলির থেকে আলাদা করতে পারবে না মৃত্যু ব্যাতিত। সব নিয়ম মেনে বিয়ে সম্পুর্ণ হয়। সব আত্মীয়রা দুজনকে মন ভরে দোয়া করে দেয়।
-------রাতে তুলিকে তমালের রুমে নিয়ে যাওয়া হয়। তমালের রুম আজ ফুল দিয়ে সাজানো হয়ে নানান রংয়ের ফুলে। চারদিকে ফুলের গন্ধে ভরে উঠেছে। তুলিকে খাটের মাঝে বসিয়ে দিয়ে সবাই চলে গেছে। কিছুক্ষণ পরে তমাল রুমে এসে দড়জা বন্ধ করে তুলির কাছে গিয়ে বসে। তুলি লজ্জায় মাথা নিচু করে থাকে। তমাল মুচকি হেসে তুলির থুতনি ধরে মুখ তুলে দু হাতে ধরে।
--তমাল:: এতো লজ্জা পাচ্ছিস কেনো...??
--তুলি কিছু বলে না চুপ করে থাকে
--তমাল:: ( তুলির কপালে চুমু খেয়ে বলে )তোকে এতো দিন অনেক কষ্ট দিয়েছি। আর তুই আমার দেওয়া কষ্ট গুলো চুপ চাপ সহ্য করে গেছিস।তোর কষ্ট হচ্ছে জেনেও কিছু না বলে আরো কষ্ট দিয়েছি। আর তুই কাওকে কিছু বলেস নি কেনো...??
--তুলি:: কারণ তুমি আমাকে কষ্ট দিয়ে পরে সে যত্ন করতে সেটার লোভ সামলাতে পারতাম না তোমাকে কাছে পাওয়ার।
--তমাল:: ( তুলিকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে ) আজ এই মুহূর্ত থেকে আমি আমার জানপাখিকে একটু কষ্ট পেতে দিবো না ভালোবাসা দিয়ে ভরিয়ে দিবো তকে ভালোবাসার কোনো কমতি থাকবে না।
--তুলি:: তমাল আমি তোকামে অনেক ভালোবাসি।
--তমাল:: আমিও তোকে খুব খুব ভালোবাসি।
------সমাপ্ত-----
(এতোদিন আমার সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ. )
((গল্পটা কেমন লেগেছে জানাবেন। গল্পটা ভালোলাগলে মেন আইডিতে গিয়ে লাইক কমেন্ট সেয়ার করে আসার অনুরোধ রইলো। গল্প ভালোলাগলে মেন আইডিতে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ। )
#তোর_ভালোবাসার_অপেক্ষায়
#ভুল_ত্রুটি_মার্জনীয়
#রোদেলা_ইসলাম
No comments