গল্প তোর_ভালোবাসার_অপেক্ষায় পর্ব ৩৪
#তোর_ভালোবাসার_অপেক্ষায়
#পার্ট_৩৪
#লিখনিতে_Rodela_Islam
--তুলি:: কি হলো চলো।
--তমাল:: হুম চল।তমাল গাড়ির কাছে এগোতে নিলে তুলি তমালের হাত ধরে আটকায়।
--তমাল:: কি হলো.....??
--তুলি:: গাড়িতে করে যাবো না।
--তমাল:: তাহলে কিভাবে যাবো.....??
--তুলি:: আজ দুজনে মিলে রিক্সা করে ঘুরবো।
--তমাল:: আচ্ছা চল।
তমাল তুলির হাত ধরে রাস্তার দিকে এগিয়ে গিয়ে একটা রিক্সায় উঠে তমাল তুলির দিকে হাত বাড়িয়ে দেয় তুলি ঠোটের কোনে মিষ্টি হাসি রেখে তমালের হাতে হাত রেখে রিক্সায় উঠে দুহাতে তমালের বহু জড়িয়ে বসে। তমাল তুলির দিকে তাকিয়ে বলে
--তমাল:: আমার জানপাখিকে আজ অনেক সুন্দর লাগছে।
--তুলি:: কেনো এমনি দিন বুঝি সুন্দর লাগে না...??
--তমাল:: আমার জানপাখিকে সব সময় সুন্দর লাগে তবে আজ একটু বেশি সুন্দর লাগছে। তুলির মুখের উপর পরা চুলগুলোকে সরিয়ে দেয়।
তমাল তুলিকে নিয়ে একটা নদীর ধারে যায়। রিক্সা থেকে নেমে তুলি তমালের হাত ধরে নদীর পার ধরে হাটে কিছুক্ষণ তারপর তমাল তুলিকে নিয়ে ঘাটে বাধানো সিড়িতে বসে। তুলি নদীর পানিতে পা দিয়ে বসে তমালের কাধে মাথা দেয়।
--তুলি:: তমাল ভাই।
--তমাল:: তুলি তোকে বলেছিনা আমাকে আর ভাই ডাকবি না।
--তুলি:: আমি কি করবো অভ্যাস হয়ে গেছে তো।
--তমাল:: হায় কপাল। হ্যাঁ দুদিন পরে বিয়ে আর এখনো ভাই বলে ডাকছে।
--তুলি:: আচ্ছা আর বলবো না।
--তমাল:: মনে থাকবে তো।
--তুলি:: হুম থাকবে।
--তমাল:: তুলি চল তোকে নিয়ে একটা জায়গায় যাবো।
--তুলি:: কোথায়.....??
--তমাল:: আগে চল তো।
তুলি উঠে দাড়িয়ে উপরে উঠতে গিয়ে পা পিছলে পরতে নিলে তমাল তুলিকে ধরে নেয়।
--তমাল:: সাবধানে আর একটু হলে পানিতে পরে যেতি।
--তুলি:: মৃদু হেসে বলে ) তুমি সাথে থাকলে আমার কিছুই হবে না।
--তমাল:: তাই বুঝি এতো বিশ্বাস।
--তুলি:: হুম নিজের থেকেও বেশি।
তমাল শক্ত করে তুলির হাত ধরে উপরে উঠে আসে।
তমাল তুলিকে নিয়ে একটা ফুলের বাগানে সামনে আসে। তমাল তুলির হাত ধরে বাগানের ভেতরে নিয়ে যায়। রং বেরং ফুল গাছ দু পাশে মাঝ খানে রাস্তা। তুলি এতো ফুল গাছ দেখে খুশিতে লাফিয়ে ওঠে। তুলি আস্তে আস্তে ফুলগুলোকে ছুয়ে দিয়ে থাকে আর খিলখিল করে হাসতে থাকে। তমাল মন ভরে তুলির হাসি দেখছে। কিছুক্ষণ পরে তমাল তুলিকে নিজের কাছে এনে পিছন থেকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে
--তমাল:: আমাল ফুলের কাছে এই সব ফুল তুচ্ছ আমার ফুলের সুন্দরয এই ফুলের কাছে কিছু না। তমাল আস্তে করে তুলির কানের লতিতে চুমু খায়। তুলির শরীর কেপে ওঠে শরীরে শীতল অনুভুতি ছেয়ে যায়। তমাল তুলিকে সামনে ঘুরিয়ে তুলির কানের পাশে একটা ফুল গুজে দেয়। তমাল একটা লাল গোলাপ হাতে নিয়ে তুলির সামনে হাটু গেড়ে বসে
--তমাল:: তোকে খুব ভালোবাসি আমি তোকে ছাড়া আমি আমার জীবন কল্পনাও করতে পারি না। তুলিকে ছাড়া এই তমালের কোনো অস্তিত্ত নেই। I love you tuil.
--তুলি:: তমালের হাত থেকে ফুলটা নিয়ে বলে) আমিও তমাকে খুব ভালোবসি তমাল। আমি তোমার ভালোবাসর জন্যই এতোদিন বেঁচে আছি তা না হলে কবেয় মরে যেতাম। আমি তোমাকে ছাড়া আর কিছু চাই না শুধু তোমাকে চাই । আমাকে ছেড়ে যাবে না কথা দাও।
--তমাল দাড়িয়ে তুলিকে বুকে আগলে নিয়ে বলে
--তমাল:: এই তমালে আহমেদ এই আকাশ „বাতাস „ফুল„পাখি সব কিছুকে সাক্ষী রেখে ইশরাত জাহান তুলিকে কথা দিচ্ছে তমাল শুধু তুলির মৃত্যুর আগ পযন্ত তুলিকে ছেড়ে কোথাও যাবে না। শুধু তুলিকেয় ভালোবাসবে।
( গল্পটা ভালোলাগলে মেন আইডিতে গিয়ে লাইক কমেন্ট সেয়ার করে আসবেন। গল্প পরতে আইডিতে ফলো দিয়ে রাখুন।ধন্যবাদ। )
#চলবে
#ভুল_ত্রুটি_মার্জনীয়
#তোর_ভালোবাসার_অপেক্ষায়
#রোদেলা_ইসলাম
No comments