1t/Banner 728x90

গল্প তোর_ভালোবাসার_অপেক্ষায় পর্ব ৭

 #তোর_ভালোবাসার_অপেক্ষায়

#পার্ট_০৭

#লিখনিতে_Rodela_Islam 


পরের দিন সকালে 

--তুলি::~ আম্মু আমি ভার্সিটিতে গেলাম 


--তমাল::~ তুলি দাড়া 


--তুলি::~ পিছনে ঘুরে তমালের দিকে তাকিয়ে বলে ) জ্বী তমাল ভাই কিছু বলবে 


--তমাল::~ হ্যা তুই আমার সাথে যাবি 


--তুলি::~ ভ্রু কুচকে তাকিয়ে বলে ) আমি তোমার সাথে যাবো তোমার গাড়িতে 


--তমাল::~ তোর কি কানে সমস্যা এক কথা কতোবার বলতে হয় 


--তুলি::~ আপনি দুদিন থেকে অবাক করার কাজ করছে আর যা যা বলছেন তাতে নিশ্চয়ই কানে সমস্যা হয়ে যাবে 


--তমাল::~ তোর সাথে বাজে কথা বলার সময় নেই আমার সাথে গেলে আায় না হলে আমি চলে গেলাম। 


--তুলি::~ আসছি আমি। তুলি তমালের পিছন পিছন গিয়ে গাড়িতে উঠে বসে তমালের পাশের ছিটে বসে তুলি আজ অনেক খুশি গার আনন্দটা চোখে মুখে ফুটে উঠেছে। ঠোঁটের কোণে মিষ্টি হাসি লেগেই আছে। তমাল একবার তুলির দিকে তাকিয়ে গাড়ি স্টাট দেয়। কিছু দুর গিয়ে জ্যামে আটকে যায়। 

তুলি গাড়িতে বসে এদিক ওদিক দেখছিলো তমাল তুলির দিকে তাকাতেই চোখ পরে পাশের গাড়িতে থাকা একটা ছেলে তুলিকে দেখছে তা দেখে তমালের গায়ে আগুন লেগেগেছে খুব রাগ হচ্ছে। তমাল গাড়ির জানালার কাচ উঠিয়ে দেয়। তুলি প্রথমে ব্যাপারটা বুঝতে না পারলেও ওরে দেখে  ওই ছেলেটা তাকিয়ে ছিলো ওর দিকে। তুলি মুচকি হেসে বলে 


--তুলি::~ তমাল ভাই তুমি কি জ্বেলাস  


--তমাল::~ আমি কেনো জ্বেলেস হতে যাবো 


--তুলি::~ ওই ছেলেটা আমাকে দেখছিলো বলে হিংসা হচ্ছিল তা বলে দিলেই পারো 


--তমাল::~ শোন তোর দিকে কেও তাকেলে আমার কিচ্ছু যায় আসে না তাই কে তোকে দেখলো আর দেখলো না তাতে আমার কিছু না 


--তুলি::~ হ্যাঁ তাই তো তোমার কি তাহলে জানালার কাচটা উঠালে কেনো


---তমাল::~ আমার ইচ্ছে হয়ে তাই তোর কি চুপচাপ বসে থাক আর একটা কথা বললে গাড়ি থেকে নামিয়ে দিবো 


তুলি মনে মনে হাসছে আর বলছে 

--তুলি::~ আমি খুব ভালো করে বুঝতে পারছি তোমার মনেও আমার জন্য ভালোবাসা আছে কেও আমার দিকে তাকালে তোমার রাগ হয় যেমন আমার হয় কোও তোমার দিকে তাকালে আমি যেমন তোমাকে কাছে পাওয়ার জন্য ছটফট করি তুমিও কি আমাকে কাছে পেতে চাও না 


--তমাল::~ তুই কি গাড়িতেই বসে থাকবি


তমালের কথায় তুলি ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে সামনে তাকিয়ে দেখে ভার্সিটি চলে এসেছে তুলি গাড়ি থেকে নেমে ভার্সিটির ভেতরে চলে যায়। 


--ভার্সিটিতে----

তুলি ভিতরে ঢুকতেয় দেখে শিমু ;রুপা;রাজ দাড়িয়ে গল্প করছে তুলি এদের সামনে গিয়ে দাড়ায় 


--তুলি::~ কেমন আছিস তোরা। 


--রাজ::~ আমরা ভালো আছি।  কিন্তু তোর খবর কি আর কপাল কাটলো কিভাবে...?? 


--তুলি::~ তেমন কিছু না। 


--শিমু::~ স্যার তোকে  অনেক বেশি মেরেছে তাই না..?? 


--তুলি::~ আরে না জাস্ট একটা থাপ্পড় দিয়েছে। 


--রুপা::~ তাহলে কপাল কাটলো কি করে...?


--তুলি::~ ধাক্কা লাগে পরে গিয়েছিলাম। 


--রাজ::~ তুই কেনো যে তার হাতে মার খেয়ে চুপ করে থাকিস তোর মা বাবাকে বললেই তো হয় তা না করে প্রত্যেক বার বাচিঁয়ে দিস কেনো...?? 


--তুলি::~ শোন রাজ তমাল ভাই যদি আমাকে মেরেও ফেলে তাও আমি তাকে কিছু বলবো না। 


--রাজ::~ হ্যাঁ তা করবি কেনো মার খেতে খেতে মর তুই 


--তুলি::~ আচ্ছা ক্লাসে চল 


--শিমু::~ হুম চল 


ওরা ক্লাস শেষ করে বাহিরে ঘুরছিলো তখন এক জন লোক এসে তুলিকে বলে 


লোকটা: স্যার আপনাকে ডাকছে 


--তুলি::~ আমাকে....? 


লোকটি : জ্বী বললো স্যারের কেবিনে যেত 


--তুলি::~ আপনি জান আমি আসছি


--রাজ::~ কিরে স্যার আবার তোকে ডাকলো কেনো?? 


--তুলি::~ কি জানি গিয়ে দেখি। 


--শিমু::~আচ্ছা যা আমরা এখানেই আছি।  

 


গল্পটা ভালোলাগলে লাইক কমেন্ট সেয়ার করবেন 

আপনারা রেছপন্স না করলে আমার গল্প লেখার প্রতি আগ্রহ হয় না তাই সবাই বেশি বেশি লাইক কমেন্ট সেয়ার করবেন ধন্যবাদ। 


#চলবে

#তোর_ভালোবাসার_অপেক্ষায়

#রোদেলা_ইসলাম

No comments

Powered by Blogger.